রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের নতুন (অস্থায়ী) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে রাণীনগর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। পরে রাণীনগর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আখেরুজ্জামান উজ্জল, কোষাধ্যক্ষ মো: ছানোয়ার জাহান আল মামুন, দফতর সম্পাদক মো: বুলেট হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী, সদস্য তন্ময় ভৌমিক, মো: আব্দুল খালেক, মো: আব্দুল মালেক, মনোরঞ্জন চন্দ্র, মো: আব্দুল মতিন চৌধুরী, মো: সাইদুল ইসলাম, মো: আব্দুর রহমান রাজু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: রোস্তম আলী মন্ডলসহ প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ।#