জুলাই থেকে ভ্যাট বসছে মেট্রোরেলের টিকিটে, বাড়বে ভাড়া

0
69

চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেল কর্তৃপক্ষকে দেওয়া করছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগামী জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হবে। ফলে ভ্যাটের কারণে বাড়বে মেট্রোরেলের ভাড়া।
আজ বৃহস্পতিবার এ চিঠি দেওয়া হয়।

এনবিআর কর্মকর্তারা জানান, যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। এ অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু সে আবেদন নাকচ করেছে এনবিআর।
সংস্থাটি জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here