হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা বৃদ্ধির পর পদত্যাগ করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় মিলিত হন আঞ্চলিক নেতারা। এর পরই এরিয়েল হেনরির পদত্যাগের খবর এল।
বিবিসি বলছে, সশস্ত্র গ্যাং বাড়ি ফিরতে বাধা দেয়ায় বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন হেনরি। ২০২১ সালের জুলাইয়ে সাবেক রাষ্ট্রপতিকে হত্যা করা হয়। এরপর থেকে তিনিই দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
কিংস্টনে বৈঠকের পর বক্তৃতাকালে ক্যারিবিয়ান সম্প্রদায়ের চেয়ারম্যান এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, ‘আমরা একটি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পরিষদ প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণের বিষয়ে তার পদত্যাগ স্বীকার করছি।’
অনির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাম্প্রতিক দিনগুলোতে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের রাস্তাগুলো নিয়ন্ত্রণ করেছে ভারী অস্ত্রধারী দলগুলো।