সর্বশেষ

সর্বশেষ সংবাদ
ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী এখন জুহি চাওলা

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাকে। পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। জুহি চাওলা ও শাহরুখ খান ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। শাহরুখ ও জুহির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা। আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী জয় মেহতা ও শাহরুখ খান ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে নেন। এখন সেই কেকেআরের মূল্য ৯ হাজার কোটি রুপির বেশি। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি। গত বছর জুহি চাওলার সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। সেখান থেকে মাত্র এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি; অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩ হাজার ১৯০ কোটি রুপি। শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি।  

১০ মিনিট আগে
উচ্চ আদালতের জামিন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসিফ নজরুল

জামিন বিতর্ক’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।   স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছিল ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী। তাকে গত বছর র‍্যাব গ্রেপ্তার করেছিল। পরে হাইকোর্ট থেকে তার জামিন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জামিন দেওয়ার ন্যায্যতা নিয়ে আবারও বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ড. আসিফ নজরুল বলেন, প্রথমেই তিনি স্পষ্ট করে দিতে চান যে হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান। পৃথিবীর কোনো দেশেই হাইকোর্টের ওপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ফলে ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না। তিনি জানান, ফয়সাল করিম মাসুদ গত বছর অস্ত্র মামলায় জামিন পেয়েছিল। সাধারণত অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সহজ নয়। এটি তখনই সম্ভব হয়, যখন প্রভাবশালী আইনজীবীরা জামিনের পক্ষে অবস্থান নেন। এসব আইনজীবীর অধিকাংশই বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং অভিযোগ রয়েছে— তাদের প্রভাবেই অনেক ক্ষেত্রে এই ধরনের জামিন সহজতর হয়। আইন উপদেষ্টা আরও বলেন, হাইকোর্টের প্রদত্ত জামিনে বিচারিক বিবেচনা কতটা সঠিকভাবে প্রয়োগ হয়, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি কয়েক মাস আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন— কীভাবে একটি হাইকোর্ট বেঞ্চে মাত্র চার ঘণ্টায় ৮০০ মামলায় জামিন দেওয়া হয়েছিল। এই প্রশ্ন তোলার কারণেই এক শ্রেণীর আইনজীবী তার পদত্যাগ পর্যন্ত দাবি করেছিলেন। তিনি বলেন, আইনে জামিন পাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। তবে গুরুতর অপরাধের সঙ্গে যার সংশ্লিষ্টতা স্পষ্ট, যে ব্যক্তি চিহ্নিত সন্ত্রাসী এবং জামিন পেলে পুনরায় অপরাধ করার বা অন্যের জীবন বিপন্ন করার আশঙ্কা রয়েছে— এমন ব্যক্তিকে জামিন দেওয়া অস্বাভাবিক ও অসংগত। এ বিষয়ে তিনি প্রকাশ্যেই মত দিয়েছেন এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় উচ্চ আদালতে অস্বাভাবিক জামিন নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। ড. আসিফ নজরুল আরও জানান, গত ১৬ মাসে কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে। এসব মামলার নথিপত্র পরীক্ষা করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে পুলিশ অভিযোগপত্রে আসামির অপরাধে সম্পৃক্ততার বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি। এমনকি অনেক ক্ষেত্রে আসামির রাজনৈতিক পরিচয়ও মামলার কাগজে উল্লেখ করা হয়নি। এরপরও তিনি বারবার বলেছেন, যথাযথ বিচারিক বিবেচনা ছাড়া যেনতেনভাবে জামিন দেওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। স্ট্যাটাসের শেষ অংশে তিনি কড়া ভাষায় বলেন, যারা জামিন বাণিজ্যে জড়িত, তাদের এখনই থামা উচিত। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত যেন কেউ না নেয়। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের সুযোগ করে দেওয়া হলে, এর দায় পরকালেও বহন করতে হবে।

২ ঘন্টা আগে
শীতকালে পানি কম খাওয়ার ভুল অভ্যাস ও তার ক্ষতিকর দিক

শীত এলেই অনেকের পানি খাওয়ার অভ্যাস কমে যায়। ঠান্ডায় ঘাম কম হয়, তৃষ্ণাও তেমন লাগে না— এই ভাবনা থেকেই অনেকে মনে করেন শীতে বেশি পানি দরকার নেই। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। শীতকালেও শরীরকে সুস্থ ও সচল রাখতে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি।   শীতে কেন পানি কম খাওয়া হয়, আর কেন তা ভুল শীতের ঠান্ডা আবহাওয়ায় ঘাম কম হওয়ায় তৃষ্ণা কম লাগে। ফলে অজান্তেই পানি পান কমে যায়। কিন্তু শরীরের ভেতরের কাজ—হজম, রক্ত সঞ্চালন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বর্জ্য বের করা— সবকিছুর জন্যই পানি দরকার হয়। তৃষ্ণা না পেলেও শরীরের প্রয়োজন কমে যায় না। শীতে পানি না খেলে যেসব সমস্যা হয় হজমের সমস্যা : পানি কম হলে খাবার ঠিকমতো হজম হয় না। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ও কোষ্ঠকাঠিন্য বাড়ে। শীতে ভারী ও তেল-মসলাযুক্ত খাবার বেশি খাওয়া হয়— এ সময় পানি আরও দরকার। ত্বক ও চুলের ক্ষতি : শীতের শুষ্ক বাতাসে ত্বক এমনিতেই রুক্ষ হয়। পানি কম খেলে ত্বক আরও শুকনো, খসখসে হয়ে যায়, ঠোঁট ফাটে, চুল রুক্ষ হয়। ক্লান্তি ও মনোযোগ কমে যাওয়া : পর্যাপ্ত পানি না পেলে রক্ত সঞ্চালন ধীর হয়। ফলে অল্প কাজেই ক্লান্তি, মাথা ভার লাগা ও মনোযোগ কমে যেতে পারে। পানিশূন্যতার ঝুঁকি : শীতে বোঝা না গেলেও পানিশূন্যতা হতে পারে, যা দীর্ঘদিন চললে নানা জটিলতা ডেকে আনে। শীতে দিনে কতটা পানি পান করা উচিত বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কমপক্ষে ২ থেকে ২.৫ লিটার পানি পান করা প্রয়োজন। তবে শরীরের ওজন, কাজের ধরন (শারীরিক পরিশ্রম বেশি হলে) ও আবহাওয়ার ওপর এই পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— তৃষ্ণা না পেলেও নিয়ম করে পানি পান করা। পানি খাওয়ার সহজ টিপস - সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন - সারা দিনে অল্প অল্প করে পানি পান করুন - চা-কফির পাশাপাশি সাধারণ পানিও রাখুন - স্যুপ, ফল (কমলা, পেয়ারা) ও শাকসবজি থেকেও পানি পাওয়া যায় - প্রস্রাবের রং গাঢ় হলে বুঝবেন পানি কম খাচ্ছেন সংক্ষেপে বললে, শীত হোক বা গ্রীষ্ম— পানি শরীরের জন্য অপরিহার্য। শীতে তৃষ্ণা কম লাগলেও পানি কম নয়। সুস্থ থাকতে প্রতিদিন নিয়ম করে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।  

২ ঘন্টা আগে
ফিফা দ্য বেস্টে মেসির ভোটে সেরা ওসমান ডেম্বেলে

২০২৫ সালের ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার নির্বাচনে নিজের ভোটে সাবেক বার্সেলোনা সতীর্থ ওসমান ডেম্বেলেকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি পান প্যারিস সাঁ জার্মেইনের এই ফরাসি উইঙ্গার।   চূড়ান্ত লড়াইয়ে ডেম্বেলে পেছনে ফেলেন বার্সেলোনার কিশোর বিস্ময় লামিনে ইয়ামালকে। শেষ তিনে ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। মেসির ভোটে ডেম্বেলের পর দ্বিতীয় পছন্দ ছিলেন এমবাপ্পে, আর তৃতীয় স্থানে ইয়ামাল। ফিফা জানিয়েছে, ২০২৫ সালের এই পুরস্কারের জন্য বিশ্বজুড়ে প্রতিটি ফুটবল ফেডারেশন থেকে জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং একজন করে মিডিয়া প্রতিনিধির ভোট প্রকাশ করা হয়েছে। ডেম্বেলের জন্য ২০২৫ সালটি ছিল স্মরণীয়। তার নেতৃত্বেই পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ, পাশাপাশি লিগ ওয়ান ও কুপ দে ফ্রান্স শিরোপা জেতে। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করে দুর্দান্ত ছাপ রাখেন তিনি। এর আগে সেপ্টেম্বর মাসে ব্যালন ডি’অর জয়ের পরও ডেম্বেলেকে অভিনন্দন জানিয়েছিলেন মেসি। বার্সেলোনায় একসঙ্গে চার মৌসুম খেলেছেন এই দুই তারকা, এরপর ২০২১ সালে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি। ফুটবলবিশ্বে ব্যক্তিগত অর্জনের তালিকায় আরেকটি বড় স্বীকৃতি যোগ হলো ডেম্বেলের নামের পাশে—যেখানে মেসির মতো কিংবদন্তির ভোটও তার পক্ষে গেছে।

২ ঘন্টা আগে
সংগৃহীত ছবি
সর্বশেষ
সংকটকালে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।   বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ওই দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন এবং হাদির চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ জানান। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মোঃ ইমরান হোসেন ডিসেম্বর ১৮, ২০২৫ 0
ওসমান হাদি। ছবি : সংগৃহীত
হাদির অবস্থা আশঙ্কাজনক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।   বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন হাদির খোঁজখবর নেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোনে হাদির সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ফোনালাপে তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এদিকে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

শরিফ ওসমান হাদি ও ডা. মো. আব্দুল আহাদ। ছবি : সংগৃহীত
ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. আহাদ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তার অবস্থা আপাতত স্ট্যাটিক (অপরিবর্তিত) রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হাদির চিকিৎসা আপাতত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলবে এবং বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অনুসরণ করা হচ্ছে। নিয়মিত বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা হলেও সামগ্রিকভাবে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। ডা. আহাদ জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রাখা হচ্ছে। বুধবার তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে, যেখানে দেখা গেছে—ব্রেনে যে ইস্কেমিয়া বা রক্ত সঞ্চালনজনিত সমস্যা ছিল, তা কিছুটা বেড়েছে। তিনি আরও জানান, ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে। প্রয়োজনে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ডা. আহাদ বলেন, গুলির অংশটি যে স্থানে অবস্থান করছে, সেখানে অস্ত্রোপচার করলে নতুন করে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি এই মুহূর্তে তার শরীর দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কি না, সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করছেন। এ ক্ষেত্রে পরিবারের মতামতও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। ​​​​


বাঁ থেকে- মাহমুদুর রহমান মান্না, ড. এম জুবায়দুর রহমান, ওমর ফারুক খান ও বায়োজিত সরকার। ছবি : সংগৃহীত
স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মান্না ও ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে খেলাপি ঋণ পুনঃতপশিলের চেষ্টার অভিযোগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।   বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের পলাতক ব্যবস্থাপনা পরিচালকের ভুয়া উপস্থিতি দেখিয়ে বোর্ড সভার রেজুলেশন তৈরি, স্বাক্ষর জালিয়াতি এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতপশিলের চেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। গত ১১ ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্যবসায়ী মিল্লাত হোসেন বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির মামলাটি আমলে নিয়ে নথিপত্র ও প্রাথমিক তথ্য পর্যালোচনা শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন—আফাকু কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, ইনচার্জ (সিআইডি–২) মাহমুদ হোসেন খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সৈয়দ উল্লাহ, বগুড়া জোনাল ইনচার্জ সিকদার শাহাবুদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও নীতি সহায়তা কমিটির সদস্যসচিব বায়োজিত সরকার। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার সঙ্গে আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের একটি দ্বিপক্ষীয় চুক্তিনামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ২৫ কোটি টাকা নির্ধারণ করে বিক্রির লক্ষ্যে চুক্তি হয়। চুক্তির দিনই ১০ কোটি টাকা পরিশোধ করা হয় এবং বাকি ১৫ কোটি টাকা ঋণ পরিশোধের সময় পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে সম্পত্তি হস্তান্তরের বিষয়েও সম্মতি দেওয়া হয়। তবে পরে জানা যায়, সাক্ষী এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ও তার স্ত্রী ১৯ আগস্ট গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ৭ নম্বর আসামি ১ ডিসেম্বর তাদের স্বাক্ষর জাল করে একটি ভুয়া বোর্ড সভার রেজুলেশন তৈরি করেন, যেখানে খেলাপি ঋণ পুনঃতপশিলের সিদ্ধান্ত দেখানো হয়। অভিযোগে বলা হয়, আসামিরা ওই জাল রেজুলেশনকে বৈধ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকে দাখিল করে ঋণ পুনঃতপশিলের আবেদন করেন। যোগসাজশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা লঙ্ঘন করে মিথ্যা কাগজপত্র ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে পুনঃতপশিলের অনুমোদন আদায়ের চেষ্টা করা হয়। মামলায় আরও বলা হয়, ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখা থেকে খেলাপি ঋণ পরিশোধের জন্য ‘কল ব্যাক নোটিশ’ দেওয়ার পরও আসামিরা জাল কাগজপত্র ব্যবহার করে পুনঃতপশিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ইসলামী ব্যাংকের বগুড়া জোনাল হেড সিকদার শাহাবুদ্দিন বলেন, মামলার বিষয়ে তিনি এখনো অবগত নন। বিস্তারিত জানতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল কালবেলাকে জানান, আদালতের আদেশের অনুলিপি তারা পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ছবি : সংগৃহীত
রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক গতি ফিরেছে। সর্বশেষ হিসাবে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।   বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার। এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তিব্যবস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছিল ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। উল্লেখ্য, ২০২২ সালের মে-জুন মেয়াদের আমদানি ব্যয়ের বিপরীতে বাংলাদেশ জুলাই মাসে আকুকে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করে, যা সে সময় পর্যন্ত সর্বোচ্চ অঙ্কের বিল ছিল। পরবর্তীতে ২০২৩ সালজুড়ে দ্বিমাসিক আকুর বিল কমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আবারও বিলের পরিমাণ বাড়তে শুরু করে। চলতি বছরের মে-জুন মেয়াদে আকুর বিল প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক। যদিও আওয়ামী লীগের নৌকা প্রতীক এখন ইসির তালিকায় স্থগিত
ধানের শীষ, নৌকা, লাঙ্গল বা দাঁড়িপাল্লা যেভাবে রাজনৈতিক দলের প্রতীক হয়ে উঠলো

বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে প্রতীক শুধু একটি চিহ্ন নয়, বরং দলীয় পরিচয়, আবেগ ও ঐতিহ্যের প্রতিফলন। ধানের শীষ, নৌকা, লাঙ্গল কিংবা দাঁড়িপাল্লা—এই প্রতীকগুলো সময়ের সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর স্থায়ী পরিচয়ে পরিণত হয়েছে।   নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, এসব প্রতীকের অনেকগুলোই শুরুতে নির্দিষ্ট দলের জন্য বরাদ্দ ছিল না। নির্বাচন কমিশনের মাধ্যমে প্রতীক বরাদ্দের প্রক্রিয়ায় নানা রাজনৈতিক সমঝোতা, বিভাজন ও পুনর্গঠনের মধ্য দিয়ে এগুলো দলীয় প্রতীকে রূপ নেয়। স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগ ‘নৌকা’ প্রতীককে নিজেদের দলীয় পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করে। নদীমাতৃক দেশের বাস্তবতা ও মুক্তিযুদ্ধকালীন আবেগের সঙ্গে প্রতীকটি মিলে যাওয়ায় এটি দ্রুত সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। অন্যদিকে বিএনপি প্রতিষ্ঠার পর ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করে। কৃষিনির্ভর সমাজ ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত এই প্রতীক বিএনপির রাজনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে। জাতীয় পার্টির প্রতীক ‘লাঙ্গল’ মূলত কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বের বার্তা বহন করে। সামরিক শাসন–পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাসের সময় প্রতীকটি দলীয় পরিচয়ের অংশ হয়ে যায়। ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক হিসেবে প্রচারিত হয়ে আসছে। ধর্মীয় মূল্যবোধের সঙ্গে প্রতীকটির অর্থগত সামঞ্জস্য দলটির রাজনৈতিক প্রচারণাকে শক্তিশালী করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ভোটারদের বড় একটি অংশ প্রার্থীর নামের চেয়ে প্রতীক দেখে ভোট দেন। ফলে পরিচিত ও দীর্ঘদিন ব্যবহৃত প্রতীকগুলো নির্বাচনে বাড়তি সুবিধা এনে দেয়। সে কারণেই নির্বাচনের আগে দলগুলো নিজ নিজ প্রতীক ঘিরে গান, স্লোগান ও প্রচার কার্যক্রম জোরদার করে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে প্রতীককেন্দ্রিক রাজনীতি আরও স্পষ্ট হয়ে ওঠে। ফলে ধানের শীষ, নৌকা, লাঙ্গল ও দাঁড়িপাল্লার মতো প্রতীকগুলো কেবল নির্বাচনী চিহ্ন নয়—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই রয়ে গেছে।

ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা করল ফিফা

আগামী বছরের ফিফা বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপাজয়ী দল পাবে প্রায় ৫৫০ কোটি টাকা—এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় জানানো হয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে মোট প্রায় ৮ হাজার কোটি টাকা (৭২৭ মিলিয়ন ডলার) পুরস্কারমূল্য হিসেবে বণ্টন করা হবে। যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাইজমানি। ফিফা জানায়, এই তহবিলের মধ্যে প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা (৬৫৫ মিলিয়ন ডলার) দলগুলোর পারফরম্যান্স অনুযায়ী সরাসরি বিতরণ করা হবে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে আনুমানিক ৯৯ কোটি টাকা। রানার্সআপ দল পাবে প্রায় ৩৬০ কোটি টাকা, আর চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ ৫৫০ কোটি টাকা। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল প্রায় ৪৬০ কোটি টাকা (৪২ মিলিয়ন ডলার)। আর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের প্রাপ্তি ছিল আনুমানিক ৪২০ কোটি টাকা। বিশ্বকাপের টিকিটমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও ফিফা জানিয়েছে, সীমিত সংখ্যক টিকিটের দাম কমিয়ে প্রায় ৬ হাজার ৬০০ টাকা (৬০ ডলার) নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পুরস্কারমূল্য বাড়িয়ে প্রতিযোগিতাটির আর্থিক গুরুত্ব আরও জোরালো করা হয়েছে। আগামী ১১ জুন ২০২৬ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আসর। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।

নিউজ ক্লিপস

খেলাধুলা

  • অন্যান্য খেলা
  • হকি
  • ফুটবল
  • ক্রিকেট

জনপ্রিয় সংবাদ

মতামত

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি: সংগৃহীত
গাজায় ঝড়-বন্যা, তীব্র ঠাণ্ডা ও ভবন ধসে আরও ১১ প্রাণহানি
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৭, ২০২৫ 0

যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগ কবলিত গাজায় তীব্র ঠাণ্ডায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর। উপত্যকায় গত কয়েকদিনের ঝড়-বন্যা, ঠাণ্ডা ও ভবন ধসে এ পর্যন্ত প্রাণহানির শিকার ১১ জন।   মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ সপ্তাহ বয়সী এক নবজাতক। ইসরায়েলের বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ১৩টি বাড়ি ধসে পড়েছে এক সপ্তাহে। ক্ষতিগ্রস্ত ২৭ হাজার তাবু।   উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ৫ জন। গাজা সিটির পশ্চিমে এবং উত্তর গাজায় আল শাতি শরণার্থী শিবিরে তাবুর ওপর দেয়াল ধসে আরও প্রাণহানির শিকার তিনজন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও আছে অনেকে।   বন্যা, বৃষ্টিতে চরম দুর্ভোগে আড়াই লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ। গাজায় প্রায় ১৫ লাখ মানুষের বাস এখন তাবুতে। বাকি ৭ লাখ ফিলিস্তিনির ঠাঁই বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত ভবনে। এরইমধ্যে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল।

ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারের ওপর ট্রাম্পের পূর্ণাঙ্গ অবরোধ ঘোষণা
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৭, ২০২৫ 0

ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ট্যাংকারের ওপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।   নিকোলাস মাদুরো প্রশাসনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের অংশ বলে আখ্যা দেন ট্রাম্প। তার দাবি, মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও মানবপাচারসহ অনেক কারণে ভেনেজুয়েলার বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।   দেশটির উপকূল থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি তেল ট্যাংকার জব্দের এক সপ্তাহের মাথায় এমন ঘোষণা দিলেন ট্রাম্প। এদিকে সম্প্রতি বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা।   মাদক পাচারের অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ছে মার্কিন সেনারা। পুনরায় চালু করেছে পুয়ের্তো রিকোর পরিত্যাক্ত সামরিক ঘাঁটি। ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুমকিও দিয়েছেন ট্রাম্প।

ছবি: সংগৃহীত
সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়, জানালো কর্তৃপক্ষ
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৭, ২০২৫ 0

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলাকারীদের একজন ভারতের নাগরিক। ১৯৯৮ সালে তিনি হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়া পাড়ি জমান বলে জানিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।আততায়ী সাজিদ আকরামের পাসপোর্টসহ এ সংক্রান্ত একাধিক প্রমাণ হাতে পেয়েছে প্রশাসন।   জানা গেছে, স্টুডেন্ট ভিসায় তিনি প্রথমে অস্ট্রেলিয়া যান। হায়দরাবাদে তার ব্যবসা শিক্ষায় ব্যাচেলর ডিগ্রি রয়েছে। তদন্তকারীদের মতে, ২০২২ সালে সর্বশেষ ভারত সফর করেন সাজিদ আকরাম। তার সন্তানেরাও সব অস্ট্রেলিয়ার নাগরিক।   উল্লেখ্য, গত রোববার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বন্দুক নিয়ে হামলা চালায় সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। যাতে প্রাণ যায় ১৫ জনের।   নিরাপত্তাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা সাজিদ আকরামের। অন্যদিকে, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছেলে নাভিদ আকরাম।

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া থেকে ইহুদিবিদ্বেষ পুরোপুরি নির্মুলের ঘোষণা
আক্তারুজ্জামান ডিসেম্বর ১৮, ২০২৫ 0

অস্ট্রেলিয়া থেকে ইহুদিবিদ্বেষ পুরোপুরি নির্মুলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়া ইহুদি বিদ্বেষ মোকাবেলায় বিশেষ দূত নিয়োগ দেয়া হতে পারে বলেও পরিকল্পনা রয়েছে দেশটির।   অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, হামলার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করবো।   সমাজ থেকে ইহুদি বিদ্বেষ সম্পূর্ণভাবে দমন ও নির্মূল করতে চাই জানিয়ে তিনি বলেন, আইএস'র মদদপুষ্ট কোনো ব্যক্তির স্থান এদেশে নেই। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে বহু আগে থেকেই ইহুদি বিদ্বেষবিরোধী বিশেষ দূত রয়েছে বলেও জানা গেছে।

আমাদের অনুসরণ করুন

ট্রেন্ডিং

হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

অক্টোবর ২২, ২০২৫
বিনোদন
অন্যান্য
সর্বশেষ
জাতীয়

অর্থনীতি
সারাদেশ
টেলিকম ও প্রযুক্তি
প্রবাসী