খবর৭১ঃ বিশ্বে করোনাভাইরাসের বিস্তার ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সতর্কতা হিসেবে ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, স্থলবন্দর ও সমুদ্রপথ বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।
সোমবার কুয়েতের সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কার্গো বিমানকে এ নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখা হয়েছে।
বর্তমানে কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরছে।
২১ ডিসেম্বর দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩০ জন, সুস্থ হয়েছে ২১৬ জন এবং মারা গেছে একজন।
কুয়েতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯২২ জনের। আইসিইউতে রয়েছে ৫৫ জন, চিকিৎসা চলছে ৩ হাজার ১৪৫ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৪২ জন।