খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ০৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার সেন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার সাহা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক,মাহফুজা পারভীন,মোঃ আব্দুল হানিফ, হেম চন্দ্র সিংহ প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় লাইফস্টাইল হেলথ প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,মহাখালী ঢাকা, আয়োজনে ৫০জন নারী-পুরুষের মাঝে হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।