বঙ্গবীর এম এ জি ওসমানীর ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালন 

0
454

মুহাম্মদ শামসুল হক বাবুঃ গত ১৬ ফেব্রুয়ারী শনিবার জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক-এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবীর ওসমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌরব দীপ্ত বীরত্বগাথা মহান মুক্তিযুদ্ধ ৭১ এর ৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার, এস ফোর্স অধিনায়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান জেনারেল কে এম সফিউল্লাহ বীরউত্তম। বিশেষ অতিথি ছিলেন- জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অবঃ) ডাঃ এম এ মালিক, বিশিষ্ট রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী ও সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম মহাসচিব- অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জেনারেল এম এ জি ওসমানী বীর উত্তমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করে তাঁর রুহের মাগফেরাতের জন্যে দোয়া করেন। অত্র সংগঠনের মহাসচিব এম এ রকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত  সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা খানম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here