নাব্যতা সংকট; শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

0
575
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকটের কারণে গতরাত সাড়ে ৩টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে দু‌ই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যান। বেলা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

বিআইডাব্লিউটিসি’র এজিএম নাসির উদ্দিন চৌধুরী বলেন, সপ্তাহখানেক ধরেই এই নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। কিন্তু শেষরাতে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে নাব্যতা সংকট মারাত্মক আকার ধারণ করে। চ্যানেলে ফেরি ঢুকতে পারছিল না। শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিগুলো চ্যানেল পাড়ি দিতে না পেরে ঘাটে ফিরে আসে ফেরিগুলো। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এই বহরের ১৬টি ফেরিই এখন অলস সময় কাটাচ্ছে।

নাসির উদ্দিন জানান, নদীতে ড্রেজিং চলছে। এখনো ফেরি চলাচল উপযোগী হয়নি। নাব্যতা সংকট নিরসন হলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।

মাওয়া ট্রাফিকের টিআই হিলাল উদ্দিন বলেন, আকষ্মিকভাবে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে যানজট বেড়েছে। পার্কিং ইয়ার্ড ছাড়িয়ে মহাসড়কে ছড়িয়ে পড়েছে যানজট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here