ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা :সোমবার ফুলবাড়ীয়া-মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী পুটিজানা ইউনিয়নের রামবাড়ি গ্রামের এক মাছের ফিসারি থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত (৩৪) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে ফিসারির পানিতে ভাসমান অবস্থায় যুবতির লাশ দেখে ফুলবাড়ীয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। নিহত যুবতীর গায়ে বেগুনি-সাদা সেলুয়ার ও সবুজ পায়জামা পরা ছিল।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, অজ্ঞাত যুবতির শরিরীরে কোন আঘাতের চিহ্ণ নেই।