মিরসরাইয়ের বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

0
392
মিরসরাইয়ের বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
২৭ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য তালবাড়িয়া গ্রামের মোটরসাইকেল ম্যাকানিক শাকিল নাথ এর বসত বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতরা আলমারির লক ভেঙে নগদ ৭৫ হাজার টাকা, দেড়ভরি স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শুভ্র বলেন, মোটরসাইকেল ম্যাকানিক শাকিল নাথ এর নীরব বাড়িতে তেমন কোন মানুষ না থাকায় এবং শাকিলের বাবা তার বোনকে পাশের বাড়িতে পৌঁছে দিতে গেলে রাত আনুমানিক নয়টার দিকে ম্যাকানিক শাকিল এর ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্না ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারির লক ভেঙে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামী কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে শাকিলের বাবা বাড়িতে এসে সবকিছু এলোমেলো এবং আলমারির লক ভাঙ্গা দেখে শাকিলকে খবর দেয়।
মিরসরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here