ফাইনালের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ১৪৮

0
474

খবর৭১ঃনিজেদের কাজটা ঠিকভাবেই করলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। আইপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ১৪৭ রানে বেঁধে রাখলেন তারা। এখন ব্যাটসম্যানদের পালা। তারা নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারলেই অষ্টমবারের মতো ফাইনালে যাবে।

শুক্রবার বিশাখাপত্তমে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দিল্লি। কোনো ব্যাটসম্যানই ক্রিজে ঠিকমতো দাঁড়াতে পারেননি। যা একটু চেষ্টা করেছেন দলের সেরা তারকা রিশভ প্যান্ট। তিনি করেন ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন কলিন মুনরো। তবে সেটা মোটেই টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২৪ বলে ৪ চারে এ রান করেন তিনি। বাকিদের কেউই উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি।

অধিনায়ক শ্রেয়াস আয়ার ১৩, শিখর ধাওয়ান ১৮, শেরফান রাদারফোর্ড ১০ ও পৃথ্বী শ করেন ৫ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস।

চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ড্যারেন ব্রাভো-প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here