৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে বিমান উঠানামা স্বাভাবিক

0
140

খবর৭১: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা পর বিমান উঠানামা স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০২ ফ্লাইটের একটি চাকা ফেটে যায়। প্রায় ৩ ঘণ্টা পর বিকাল সোয়া ৪টার দিকে স্বাভাবিক হয় বিমান চলাচল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ জানান, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নাম্বারের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। এতে রানওয়ে ব্লক হয়ে যায়। ব্যাহত হয় বিমান চলাচল। এর পর প্রায় ২ ঘণ্টায় চাকা মেরামত করে বিমানটি ঘুরিয়ে স্টেশনে আনা হয়। এর আগে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

তিনি জানান, বিকাল ৪টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দরে আটকা পড়া বাংলাদেশ বিমানের যুক্তরাজ্য থেকে আসা অপর একটি ফ্লাইট দুর্ঘটনা কবলিত যাত্রীদের নিয়ে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপরই অবতরণ করে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট।

তিনি আরও জানান, ইতোমধ্যেই দুর্ঘটনা কবলিত বিমানটিও ত্রুটি সারিয়ে প্রস্তুত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here