সৈয়দপুর থেকে অপহৃত গৃহবধু রংপুরে উদ্ধারঃ গ্রেফতার ১

0
1160
সৈয়দপুর থেকে অপহৃত গৃহবধু রংপুরে উদ্ধারঃ গ্রেফতার ১

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুর থেকে অপহৃত এক গৃহবধুকে রংপুর মহানগরী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর ধাপ এলাকার খলিফাটারী মহল্লার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। এ সময় মিজানুর রহমান মিজান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এব্যাপারে বৃহস্পতিবার অপহৃতার পিতা মো. মমিদুল ইসলাম ওরফে চাইনিজ ৩ জনকে আসামী করে সৈয়দপুর থানায় মামলা করেছেন। এতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের পুত্র মো. রওশন হাবিব ওরফে বাবু (২৬), কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকার মৃত রুহুল আমিনের পুত্র কিশোরগঞ্জ বাজারের ঢাকা হোটেলের মালিক মিজানুর রহমান মিজান (৪২) ও একই উপজেলার রণচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান ওরফে বিমানকে (৩৮) আাসামী করা হয়েছে। এদের মধ্যে হোটেল ব্যবসায়ী মিজানুরকে বৃহস্পতিবার দুপুরে নীলফামারী আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার বাদি সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত. আনসার আলী ছেলে মো. মমিদুল ইসলাম ওরফে চাইনিজ (৪০) জানান, ঘটনার দিন গত ৫ জুলাই সকালে তাঁর মেয়ে চাঁদনী ওরফে মোসলেমা (২১) বাসা থেকে কাজের কথা বলে বেড়িয়ে যায়। এরপর সে বাসায় না ফেরায় তাঁর খোঁজ শুরু হয়। সম্ভাব্য সকল জায়গায় তার মেয়ে চাদনীর খোঁজ করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই থানা একটি জিডি করা হয়। পরে তিনি লোকজনের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে চাদনীকে রওশন হাবিব ওরফে বাবুসহ কয়েকজন অপহরণ করে রংপুরে নিয়ে যায়। রংপুরে তার মেয়ে কোথায় আছে নিশ্চিত হতে না পেরে বুধবার বিষয়টি পুলিশকে জানান তিনি। এদিকে পুলিশ ঘটনাটি জানার পর অপহৃতা গৃহবধুর সন্ধানে মোবাইল ট্রাকিংসহ সোর্স নিয়োগ করে। এরই প্রেক্ষিতে পুলিশ নিশ্চিত হয় ওই গৃহবধুকে রংপুর মহানগরীর ধাপ খলিফাটারী এলাকার একটি বাসায় আটকে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. এমাদ উদ্দিন মো. ফারুক ফিরোজের নেতৃত্বে পুলিশ রংপুরে যায় পুলিশের একটি দল। পরে সেখানকার থানা পুলিশের সহযোগিতায় মহানগরীর ধাপ এলাকার খলিফাটারীর একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে অপহৃতা চাঁদনীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগ মিজানুরকে আটক করা হয়। অপহৃত চাঁদনীকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত হোটেল মালিক মিজানুরকে আটক করে সৈয়দপুরে নিয়ে আসে পুলিশ। অসুস্থ থাকায় উদ্ধার হওয়া চাদনী বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পাশা অপহৃতা গৃহবধুকে উদ্ধার এবংএ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোটেল ব্যবসায়ী মিজানুরকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক মিজানুরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন মামলার অপর আসামীদের গ্রেফতারে অভিযান চালানো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here