প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে তৈরি সনদ অনুযায়ী রাজনীতি ও নির্বাচন সম্পর্কেও রাজনৈতিক নেতারা বসে একটি সনদ করুন—কীভাবে নির্বাচন করবেন তা নির্ধারণ করুন। কথা লিখে রাখলে তা যদি কার্যকরে রূপ না পান, তবে আগের অবস্থায় ফিরতে হবে বলেই তার উদ্বেগ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) অলিখিত এই বক্তব্যগুলো তিনি জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন। তিনি বলেন, ঐক্যের সুরেই আমরা নির্বাচনের দিকে যাব—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ঐক্য বজায় থাকতেই হবে।
ড. ইউনূস উল্লেখ করেন, এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় উত্তরণ শুরু করেছি; এখন এ সনদ-পরবর্তী জীবন কীভাবে গঠন করা হবে, তা নির্ভর করবে আমাদের ভাবনা ও কাজের ওপর। তিনি বলেন, দেশের অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক ফেলে বাস্তব কাজের দিকে এগোতে হবে।
একই বক্তৃতায় তিনি বঙ্গোপসাগরের সম্পদ সচল করার সুযোগ নিয়ে কথা বলেন। বলেন, বঙ্গোপসাগর আমাদেরই অংশ—এটি যদি সুচিতভাবে ব্যবহার করা যায়, তবে সমগ্র অঞ্চলের অর্থনীতি বদলে যাবে। বন্দর উন্নয়ন করে মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী একযোগে গড়ে তোলা হলে অঞ্চলটি নতুনভাবে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এতে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশেরও উপকার হবে।