ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এখনো ওয়ানডে খেললেও ধারণা করা হচ্ছে, আগামী বিশ্বকাপের পর তিন ফরম্যাট থেকেই বিদায় নিতে পারেন তিনি। তার আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিতে পারেন এই ব্যাটিং তারকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে খেলছেন কোহলি। দলটির সঙ্গে তার দীর্ঘ সময়ের সম্পর্ক এবার হয়তো শেষ হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোহলি শিগগিরই আইপিএল ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা করছেন।
কোহলির মতো ক্রিকেটারের উপস্থিতি আরসিবির ব্র্যান্ড ভেল্যু ও আর্থিক আয়-এ বড় ভূমিকা রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি নতুন কোনো ব্র্যান্ড চুক্তি নবায়নে অনাগ্রহী। রেভস্পোর্টজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন—যেটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত।
এছাড়া, মাঠের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ পর্বের ইঙ্গিত। দীর্ঘদিন দলটির নেতৃত্ব দেওয়ার পরও সর্বশেষ মৌসুমে তিনি অধিনায়কত্বের দায়িত্ব নেননি, বরং তরুণ রজত পাতিদারকে দেওয়া হয়েছে নেতৃত্ব।
সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এবার আইপিএলকেও বিদায় জানানোর পথে।