খবর ৭১ঃ দেশে সরকারি চাকরিতে ও সংসদে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনই থাকবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার সিলেট যাওয়ার সময় ভৈরব বাস টার্মিনালে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, বর্তমানে দেশের রাজনীতি দুটি ধারায় প্রবাহিত। একটি মুক্তিযুদ্ধের পক্ষের, আরেকটি বিপক্ষের। মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তিকে সরকারে ও সরকারের কোনো প্রতিষ্ঠানে জায়গা দেওয়া হবে না।
পথসভায় ৬ দফা দাবি উত্থাপন করে নৌমন্ত্রী বলেন, চাকরিতে মুক্তিযোদ্ধা ও তার উত্তরসূরিদের কোটা প্রথা শুধু মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্যই দেওয়া হয়নি। উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের কাছে ও রাষ্ট্র পরিচালনায় যাতে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা সমুন্নত থাকে তা নিশ্চিত করা। এই ছয় দফা দাবির মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।
শাজাহান খান বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের ধারার প্রতিনিধিত্ব করি। আর জামায়াত-শিবির খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতার বিপক্ষ ধারার প্রতিনিধিত্ব করছে।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, স্থানীয় পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ।
খবর ৭১/ইঃ