দেলদুয়ারে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

0
293

শরিফুল ইসলাম, দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের দেলদুয়ারেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের পুকুরে গিয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম. ফেরদৌস আহমেদ। আব্দুল বারেকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, সফল মৎস্য চাষী মো. নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here