খবর ৭১: থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃধবার বিকেলেই তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরে যাবে বলে জানিয়েছে বিবিসি।
১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচকে নিয়ে ‘থাইল্যান্ড মুভ ফরোয়ার্ড’ নামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনটি থাইল্যান্ডের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য থাই সরকার ৪৫ মিনিট বরাদ্দ করে দিয়েছে বলে জানা গেছে।
এর আগে হাসপাতালে কিশোরদের সামনে ডুবুরি সামানের একটি ছবি রাখা হয় বলে জানা গেছে। তাদের জানানো হয়, ইনি হলেন সেই ডুবুরি যিনি তোমাদেরকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছেন। এ কথা শোনার পর নিজেদের আর দমিয়ে রাখতে পারেনি কিশোর ছেলেরা। ছবির সামনে দাঁড়িয়ে তারা কান্নায় ভেঙে পড়ে।