ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে শোয়ার্জনেগারের কটূক্তি

0
380

খবর ৭১ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ভেজা নুডলস’ বলে কটাক্ষ করেছেন হলিউড তারকা শোয়ার্জনেগার৷রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠককে কেন্দ্র করেই ক্যালিফোর্নিয়ার প্রাক্তন এই গভর্নর এমন সমালোচনা করেন।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এই বৈঠকে পুতিন পরবর্তী বিশ্বকাপের বল তুলে দেন ট্রাম্পের হাতে৷ বৈঠকে উঠে আসে গত মার্কিন জাতীয় নির্বাচনে রুশ গোয়েন্দাদের ভূমিকা নিয়ে৷ জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলেই স্বীকার করেছেন৷
এর পরেই ট্রাম্পকে ভেজা নুডলস বলে কটাক্ষ করেন শোয়ার্জনেগার৷ তিনি ট্যুইটে লিখেছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা বিভাগকে বিক্রি করে দিয়ে এলেন৷ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ঘিরে মার্কিন রাজনৈতিক মহল সমালোচনায় মুখর হয়েছে৷ ঘরে বাইরে বিদ্ধ হচ্ছেন ট্রাম্প৷
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here