খবর ৭১ঃ রাশিয়া বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া। ৬ ফুট ৫ ইঞ্চির এ খেলোয়াড়কে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, দুই পক্ষের আলোচনা অনেকদূর এগিয়ে গেছে। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার খবর, খুব দ্রুতই কোর্তোয়া-রিয়াল চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। কোর্তোয়ার আগমণে বিপদেই পড়তে যাচ্ছেন কেইলর নাভাস। গত মৌসুম পর্যন্ত রিয়ালের এক নম্বর গোল রক্ষক ছিলেন নাভাস। কোর্তোয়ার আগমণে নাভাস হারাতে পারেন তার জায়গা। শুধু জায়গা নন, রিয়াল মাদ্রিদ তাকে ছেড়েও দিতে পারে।
নাভাসকে ছাপিয়ে কোর্তোয়াকে দলে টানার সিদ্ধান্ত রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। বিশ্বকাপে তার পারফরম্যান্সে মুগ্ধ পেরেজ। রাশিয়ায় বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোর্তোয়ার। ২৬ বছর বয়সি কোর্তোয়া সর্বোচ্চ ২৭টি সেভ করে জিতেছেন গোল্ডেন গ্লাভ পুরস্কার।
এর আগে লা লিগায় খেলার সুযোগ হয়েছিল কোর্তোয়ার। তিন মৌসুম কাটিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। এরপর চার মৌসুম কাটান চেলসিতে। চেলসি থেকেই রিয়াল মাদ্রিদে আসছেন কোর্তোয়া। রিয়াল মাদ্রিদে ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে নাভাসের। কোর্তোয়ার আগমণে চুক্তির আগেই শেষ হতে পারে নাভাসের রিয়াল অধ্যায়।
খবর ৭১/ইঃ