খবর ৭১ঃ বোনের মৃত্যুতে সান্ত্বনা জানাতে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসভবনে যান।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রী সেখানে যান। প্রধানমন্ত্রী রাত ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং আইনমন্ত্রীর বোনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলাম গত শনিবার রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী ও একমাত্র ছেলে রেখে গেছেন।
খবর ৭১/ইঃ