ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

0
336

খবর ৭১ঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন আর্ল আর মিলার। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে মনোনীত করেছেন। বর্তমানে তিনি বোতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মার্সিয়া বার্নিকাট। তার স্থলাভিষিক্ত হবেন মিলার। মঙ্গলবার মার্সিয়া বার্নিকাটের স্থানে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি তাকে মনোনয়ন দিলেও এই মনোনয়নের পরও যুক্তরাষ্ট্র সিনেটের অনুমোদন লাগবে। বর্তমানে এই কূটনীতিক বোতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনস্যুল জেনারেল ছিলেন। তা ছাড়া তিনি নয়া দিল্লি, বাগদাদ ও জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করেছেন ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে। এ ছাড়া এল সালভাদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গ্যাবোর্নে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একজন সাবেক কর্মকর্তা। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছেন সাহসিকতা বিষয়ক এওয়ার্ড ফর হিরোইজম পুরস্কার এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে পেয়েছেন শিল্ড অব ব্রেভারি পুরস্কার। তিনি ফরাসি, স্প্যানিশ ও ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলতে পারেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here