সুন্দরগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

0
351

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার শুভ-উদ্বোধন করেন- সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে স্থানীয় অডিটরিয়ামে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। এর পূর্বে মেলার প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ- রাশেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক- টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য- সাজেদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক- আঃ মান্নান মন্ডল, পৌর সভাপতি- আব্দুর রশিদ সরকার ডাবলু, সাধারণ সম্পাদক- আব্দুল আউয়াল বিএসসি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here