মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ জুলাই) জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের খীলমুরারী এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে। ওই মহিলার নাম রোকেয়া বেগম।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পলাতক মাদক সম্রাজ্ঞী রোকেয়া বেগমকে রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৯১ হাজার ৭৮০ টাকাসহ গ্রেফতার করা হয়। রোকেয়া আত্মগোপনে থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে দ্বিতল ফাউন্ডেশনের একতলা বিশিষ্ট পাকা দালান তৈরি করার কথা স্বীকার করেন। এই বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক মাদক সম্রাজ্ঞী রোকেয়া বেগমকে গ্রেফতার করতে সক্ষম হন। এই বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়।