সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সোনারগাঁও সাহিত্য নিকেতনের বর্তমান সভাপতি ও সাময়িকী চারদিকের উপদেষ্টা সম্পাদক বাবুল মোশাররফের মা আয়েশা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গতকাল রোববার বেলা ১১টায় বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছয় পুত্র, চার কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বাদ আছর সোনারগাঁও পৌরসভার বাগমুছা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযা শেষে স্থানীয় বাগমুছা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক বাবুল মোশাররফের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, গভীর শোক প্রকাশ করেছেন। এছারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবর৭১/এসঃ