এবার আবার নতুন করে আলোচনায় এষা গুপ্তা

0
489

খবর৭১:বলিউড অভিনেত্রী এষা গুপ্তা মাস কয়েক আগে ধারাবাহিকভাবে ইন্সটাগ্রামে নিজের নগ্ন ও অর্ধনগ্ন ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন। তবে থামেননি তিনি। একাধারে পোস্ট করে গেছেন সেসব ছবি। এবার নতুন করে আলোচনায় এলেন এ নায়িকা। আর সেটা হলো লিভ টুগেদারের মধ্য দিয়ে। তাও আবার ভারতীয় একজন ক্রিকেটারের সঙ্গে। তিনি হার্দিক পান্ডিয়া। কিন্তু, নিজেদের সম্পর্কের বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না এষা। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনোভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ না হয়, তার জন্যও তৎপর এ নায়িকা। এষার মতো হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে রুম ডেট করছেন এষা। তাছাড়া রাতেও থাকছেন হার্দিকের বাসায়। তাদের লিভ টুগেদার নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়া। এষার কাছের একজন বন্ধু জানিয়েছেন, হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চাইছেন না এষা। তবে এসব কথা গোপন থাকে না। তাই প্রকাশ হয়ে গেল। তারাতো লিভ টুগেদারও করছেন। আর কি বাকি রইলো!
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here