খবর৭১ঃ কৈশোরেই যেমন গান দিয়ে বাজিমাত করেছেন, তেমনি সেলেনা গোমেজের সঙ্গে প্রেম করে দুনিয়া মাতিয়েছেন তিনি। তিনি জাস্টিন বিবার। হলিউডের মিউজিকে নতুন প্রজন্মের ভালোবাসার নাম।
দীর্ঘদিন তার সঙ্গে জড়িয়ে শোনা যায় যুক্তরাষ্ট্রের মডেল হেইলি বেলডউইনের নাম। তারা প্রেম করছেন, সেই খবর পুরনো। এরপরই আসে বিয়ের খবর। সেই খবরে নতুন করে জানা গেল, সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রী প্রেমিকা হেইলিই। এ খবরটি জানিয়েছে মার্কিন মিডিয়া।
বিবিসি বলছে, ২৪ বছর বয়সী এ পপ তারকা বাহামাস রিসোর্টে বাগদানের এ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। আর সিএনএনের খবর অনুযায়ী, বিবারের বাবা মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিবারের বাবা জেরেমি তার পুত্রের একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে বলেছেন, ‘আমি পরবর্তী পদক্ষেপের জন্য বেশ উদ্বিগ্ন হয়ে আছি’। অন্যদিকে তার মা প্যাঁটি ম্যালেত্তা টুইটারে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘হবু পূত্রবধূ খুব পছন্দ হয়েছে আমার।’