জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলায় ছাত্রীকে ইভজিটিং এর দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার(১১জুলাই)দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সাচনা বাজার গোদারাঘাট এলাকা থেকে থানার পুলিশ ফোর্স সহ মোবাইল কোর্ট পরিচালনা করিয়া আসামী আক্তার হোসেন(২২)কে ইভটিজিং এর দায়ে গ্রেফতার করেন।
পরবর্তীতে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০৬ ধারার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।আসামী আক্তার হোসেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মৃত নবী হোসেনের পুত্র।
জানাযায়,আসামী আক্তার হোসেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মোছা:জেসমিন আক্তার(১৪)কে স্কুলে যাওয়া আসার পথে অশ্লীল কথা-বার্তা সহ নানা কু-প্রস্তাব দিত। উক্ত ছাত্রীকে আসামী দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছিল।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন,ইভটিজিং এর বিরুদ্ধে প্রসাশনের অভিযান অব্যহত থাকবে।