খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির গণঅনশন

0
290

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ পৌরমে প্রতীকী অনশনের আয়োজন করেন জেলা বিএনপি।অনশনে অংশ নিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল সহকালে নেতাকর্মীরা জড়ো হয় পৌরমে র সামনে। এসয় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। অনশনের অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি.কে গউছ।এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট সামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহেমদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, শায়েস্তাগঞ্জ পৌর যুব দলের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান রিপন, উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here