মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গদাইনগর নামকস্থানে টমটম চাপায় জেসমিন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।সোমবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাইকপাড়া- সাধুরবাজার সড়কে এ দুঘর্টনাটি ঘটে। নিহত জেসমিন উপজেলার গদাইনগর গ্রামের কদর আলীর মেয়ে। সে স্থানীয় প্রাইমারী স্কুলে ১ম শ্রেণীতে পড়ত।স্থানীয় সূত্র জানায়- জেসমিন তার মায়ের সাথে গদাইনগর এলাকায় রাস্তা পারাপারের সময় পাইকপাড়াগামী একটি টমটম তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাক্তার রাজিব চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।