খবর৭১:জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলার বিষয়ক দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলার বিষয়ক দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, লক্ষ্মনপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান হাদিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার মন্ডল, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, সীমান্ত প্রেসক্লারের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,আইন বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মিলনসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এবং বিজিবি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
খবর৭১/জি: