খবর৭১: বৃষ্টি উপেক্ষা করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ এবং তিনিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।
সকাল পৌনে ১১ টার দিকে ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা পড়লেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা অনশনে বসে থাকেন। এসময় প্রায় ৩ মিনিট বৃষ্টি হয়।
সোমবার সকাল ৯ টায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৪ টায় এ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছে দলটি।
সকাল পৌনে ৯ টা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনশনে যোগ দেন। এসময় তারা মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগানে মিলনায়তন প্রাঙ্গন মুখরিত করে তুলেন।
আব্দুস সালাম আজাদ বলেন, আমরা মিলনায়তনের ভিতরে অনশন কর্মসূচি করার অনুমতি পাইনি। তাই বাধ্য হয়ে মিলনায়তনের বাইয়ে কর্মসূচি পালন করছি
অনশনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবীর মুরাদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।