সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রবিবার দেড় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুর ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোনারগাঁও মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপজেলার কাইকারটেক হাটে অবৈধ ভাবে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার সময় দেড় কোটি টাকা মূল্যে এক হাজার পিছ জাল জব্দ করা হয়। এ সময় মৎস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতাগণ পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল সোনারগাঁও উপজেলা পরিষদ চত্ত¡রে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়
খবর৭১/এসঃ