পাইকগাছায় ৫দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
322

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ৫দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিটের উদ্যোগে ৫-৯ জুলাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন, বিএআরসি’র পুষ্টি ইউনিটের পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন, লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান। খাদ্য, পানি, মাছ, মাংস, দুধ, সবজি ও ফল-মূল সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের পুষ্টি গুনাগুন ও ক্ষতিকর দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপ-পরিচালক নিলুফা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন, অধ্যক্ষ আজহার আলী, প্রভাষক মাধুরী মন্ডল, লুৎফা ইসলাম, গাজী নুর মোহাম্মদ, শরিফা খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, নুরুজ্জামান, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, ছন্দা দাস, খালেদা পারভীন, ক্ষেত্র সহকারি সুজিত রঞ্জন মন্ডল, খন্দকার সাকির হোসেন, আব্দুর রশিদ, মানিক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফা সুলতানা, শিক্ষক আলহাজ¦ মোঃ ফজলুল আজম, সরস্বতী সেন, অনামিকা রাণী, আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও ব্র্যাক প্রতিনিধি লীলা জেসমিন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here