নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ভূমি অফিসের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হচ্ছেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দৈব্য নন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৩৯), একই জেলার মধুখালী উপজেলার ছোন্দা পাড়া গ্রামের আজাদ মৃধার ছেলে মনির মৃধা (৩০ ) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের মৃত কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৩৬)।
এ ব্যাপারে মুকসুদপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানিয়েছেন, বেশ কয়েকজন ডাকাত সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, শুক্রবার রাতে এলাকাবাসীর দেয়া এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করা হয়। আরও ৩/৪জন ডাকাত এ সময় পালিয়ে যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। পালিয়ে যাওয়া ডাকাতদের আটকের চেষ্টা চলছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর ৭১/ইঃ