খবর ৭১: কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) প্রযোজিত ‘মাস্ক’ ছবিতে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। এর কাজ শুরু হয় গত বছরের ১৬ই মার্চ। এবার এই ছবির পরিচালক রাজীব বিশ্বাস বললেন, ছবির নামে আসছে পরিবর্তন। এর নতুন নাম রাখা হয়েছে ‘নাকাব’। এ নামটিই গল্পের সঙ্গে বেশ মানানসই। ছবিতে শাকিবের সঙ্গে আছেন টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।
শুরু থেকেই নাম নিয়ে একটু বিপাকে ছিলেন নির্মাতারা। ছবির প্রায় অর্ধেক কাজ শেষ হয় নাম ছাড়াই। পরে জানানো হয়, এই ছবির নাম ‘মাস্ক’। অন্যদিকে শুটিং পুরোপুরি শেষ হওয়ার পর নতুন করে ঘোষণা এলো। এবার জানা গেলো কুরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের নতুন ছবির নাম ‘নাকাব’। ছবির কাহিনীতে দেখা যাবে অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি মার্ডার করেছিল। আর দেখতে হুবহু তার মতো! এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি এ নায়ক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তার। ‘নাকাব’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। ছবিটি নিয়ে শাকিব খান বলেন, সব বয়সী মানুষকে খুব আনন্দ দেবে এই ছবি। বিশেষ করে বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে। ছবিতে প্রথম শাকিব খানকে কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।
খবর ৭১/ই: