ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রীকে হয়রানি ও হুমকির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৭ জুলাই) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ক্যাম্পাস ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সূত্রে, গত বৃহস্পতিবার (৫ জুলাই) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমারের হয়রানির শিকার হয়ে উক্ত বিভাগের ২য় বর্ষের এক ছাত্রী আতঙ্কে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিচার দাবী করে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রীদের নিরাপত্তা ও যৌন নিপীড়নকারীদের শাস্তির আওতায় আনার দাবী জানায় তারা।
খবর ৭১/ই: