হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর
চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে রোহিঙ্গা সন্দেহে ৫ জনকে আটক
করেছে ইমিগ্রেশন পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি
পাসপোর্ট জব্দ করা হয়। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৩ যুবক
ভারতে যাওয়ার জন্য দামুড়হুদা দর্শনা জয়নগর সীমান্তের চেকপোস্টে আসে এবং
ইমিগ্রেশনের কাজ শেষ করে যাওয়ার সময় আরও ২ জন আসে ইমিগ্রেশনের কাজে। এসময়
ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের কাছে নাম পরিচয় জানতে চাইলে তারা
কিছুই বলতে না পারায় ইমিগ্রেশন পুলিশ ৫ জনকে আটক করে। জব্দ করা পাসপোর্টে
তারা নিজেদের চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের নুর ইসলামের ছেলে
সাকার (২৪) (পাসপোর্ট নং বিটি-০৫৯৯০৪৮), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি
উপজেলার আডিয়াল বাজার গ্রামের আ. জলিলের ছেলে সাদেক (১৮) (পাসপোর্ট নং
বিটি-০৬০৯৮৮০), একই এলাকার আ. জলিলের ছেলে আয়াল (২৫) (পাসপোর্ট নং
বিটি-০৬০৯৭৭১) , একই জেলার টঙ্গিবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে আমিন (২৫)
(পাসপোর্ট নং বিটি-০৫৩৪৬৯২) ও ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার সামাসপুর
গ্রামের হারুনের ছেলে হারেশ (২৯) পাসপোর্ট নং বিআর-০১৮১০০৩২) বলে পরিচয়
দেন।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম
জানান, কথাবার্তায় অসংলগ্নতা, নাম ঠিকানা ঠিকমত বলতে না পারায় তাদের আটক
করে জিজ্ঞাসাবাদের জন্য দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। দামুড়হুদা মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটক ৫ জনকে
জিজ্ঞাসাবাদ শেষে তারা রোহিঙ্গা বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গায়
বিভিন্ন সময়ে নাম পরিচয় গোপন করে বাংলাদেশি পরিচয় ব্যবহার করে পাসপোর্ট
তৈরির পর ভারতে যাচ্ছিলেন। এ সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর৭১/এসঃ