ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে বেলজিয়াম

0
390

খবর ৭১: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম।

শুক্রবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় কাজান এরেনায় শুরু হওয়া ম্যাচের ১৩ মিনিটে কেভিন ডি ব্রুইনের নেয়া কিক মিরান্ডার পায়ে লেগে মাঠের বাইরে গেলে কর্নার পায় বেলজিয়াম।

পরে নাসের চ্যাডলির নেয়া কর্নার কিন ফার্নান্দিনহোর ডান কাঁধের একটু নিচে লেগে চলে যায় নিজেদের জালে। ফলে আত্মঘাতী গোলের সুবাদে লিড পায় বেলজিয়াম।

বেলজিয়াম তাদের দ্বিতীয় গোলটি পায় পাল্টা আক্রমণ থেকে। নেইমারের নেয়া একটি কর্নার থেকে বল পেয়ে ফেলাইনি তা ক্লিয়ার করার পর লুকাকু বল পেয়ে একটানে বল মাঝ মাঠ পার করে ব্রাজিলের সীমানায় নিয়ে যান।পরে তার পাস থেকে বল নিয়ে ম্যাচের ৩১ মিনিটে ডি ব্রুইনি ডান পায়ে জোরালো শট নিয়ে গোলকিপার অ্যালিসনকে পরাস্ত করে গোল করেন।

খেলার ৭৬ মিনিটে কুতিনহোর ক্রস থেকে পাওয়া বলে বদলি খেলোয়াড় হিসেবে নামা রেনাটো অগাস্টো হেডের সাহায্যে গোল করে ব্রাজিলকে খানিক স্বস্তি এনে দিয়েছিলেন। কিন্তু ব্রাজিল দ্বিতীয় গোল শোধ করতে না পারায় তাদের হেক্সা জয়ের আশা এখানেই শেষ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here