খুলনা রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশ জয়

0
471

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (৬জুলাই) বেলা ২টায় কেএমপি, খুলনার ফুটবল মাঠে খুলনা রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশ বনাম মেহেরপুর জেলা পুলিশ ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় রিপোটে জানা যায়, উক্ত ফুটবল খেলায় নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশ মেহেরপুর জেলা পুলিশ ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে। নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশের পক্ষে অধিনায়কত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নিজেই। সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসানও সার্বক্ষণিক পুলিশ সুপারকে সহায়তা করে। পুলিশ সুপার নিজেই ফুটবলের উপর প্রশিক্ষণ দিচ্ছেন খেলোয়াড়দের। পুলিশ সুপারের এই টিমে নড়াইল সদর থানার ওসি (তদন্ত)সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা রয়েছেন। জানা গেছে, শুক্রবার (৬ জুলাই) বেলা ২টায় খুলনা রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর এ টুর্ণামেন্টে মেহেরপুর জেলা পুলিশ ফুটবল একাদশের সাথে লড়বে নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশ উক্ত ফুটবল খেলায় নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশ মেহেরপুর জেলা পুলিশ ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে।
তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ ফুটবল টিমকে প্রস্তুত করার লক্ষে মাঠে উপস্থিত হয়ে প্রশিক্ষণ প্রদান করে চলেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। আর তাঁর এই কাজকে আরও সহজ করে তোলার জন্য সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসানও তাঁকে সাহায্য করছেন। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, পুলিশ সদস্যদের কর্তব্য পালনের পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা উচিৎ। কারণ খেলাধুলা মনে প্রশান্তি আনে এবং শরীরকে মজবুত করে তোলে। এ কারণে তিনি নিজ উদ্যোগেই খুলনা রেঞ্জ ফুটবল টুর্ণামেন্টে নড়াইল পুলিশের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করছেন। কোনো প্রকার অসুবিধা না থাকলে নড়াইল জেলা পুলিশ ফুটবল টুর্ণামেন্টে ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here