হাবিবুর রহমান নাসির ,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতকে আলোচিত আওয়ামীলীগ নেতা ফারুক হত্যা মামলার আসামী কামাল হোসেন(২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে জাউয়াবাজার ইউনিয়নের পিঠাপই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল হোসেন উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আজাদ মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে পিঠাপই গ্রামের কামাল হোসেনর খালার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। নিহতের স্ত্রী রেহেনা বেগম কর্তৃক আদালতে দায়েরকৃত হত্যা মামলার এজাহার ভুক্ত ৬নং আসামী কামাল হোসেন। কামাল হোসেনসহ এ হত্যা কান্ডের ঘটনায় এ পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হল।
খবর৭১/এসঃ