খবর ৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার অবাধ সুযোগ করে দিয়েছেন জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, সোনার বাংলার সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে নতুন প্রজন্মকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শিক্ষার অবাধ সুযোগ করে দিয়েছেন, তা অন্য কোন সরকার করতে পারেনি। এ সুযোগ কাজে লাগিয়ে জ্ঞান-বিজ্ঞানে নতুন প্রজন্মকে সমৃদ্ধ হতে হবে।
আজ দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. দীপু মনি।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, জঙ্গিবাদ ও মাদক থেকে নিজেকে দূরে রাখবে এবং সামাজিক কাজসহ ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখবে। প্রার্থনা করি- তোমাদের জীবন আরো মঙ্গলময় হোক।
চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর আসনের এমপি ডা. দীপু মনি।
খবর ৭১/ই: