নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে মো: নজরুল ইসলাম (হিরা) সভাপতি এবং ওয়ালিদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো: মোরাদ হোসেন, মো: মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো: মাহাবুবুল রহমান (সুমন), কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও ক্রীড়া সম্পাদক মো: ওবায়দুর রহমান। নির্বাহী সদস্যরা হলেন, আসলাম হোসেন, তাসনীম রুবায়েত, কবিতা খানম, মোহাম্মদ মাহমুদুল হাসান (রানা) ও রবিউল ইসলাম।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) কক্ষে অফিসার্স এসোসিয়েশনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী।
খবর৭১/এসঃ