কোটা আন্দোলন, আইসিটি মামলার প্রতিবেদন দাখিলের সময় পেছাল

0
300

খবর৭১ঃ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উসকানিমূলক অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ৮ আগস্ট দিন ধার্য করেন।

জানা যায়, গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত উসকানিমূলক অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টাকারীদের পর্যবেক্ষণ করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

পর্যবেক্ষণ শেষে ১১ এপ্রিল কাউন্টার টেররিজমের পুলিশ পরিদর্শক এসএম শাহজালাল রাজধানীর রমনা মডেল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩-এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি করেন।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here