নড়াইলে চলতি বছরের জুন মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানে মাদকদ্রব্যসহ শতাধিক মামলার আসামি গ্রেফতার

0
292

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের সুষ্ঠ ও সফল অভিযানে চলতি বছরের জুন মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। সেই সাথে বিভিন্ন মামলা ও অভিযোগে শতাধিক লোককেও গ্রেফতার করেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, সোমবার (২ জুলাই) নড়াইল পুলিশ সুপারের কার্যালয় কর্তৃক প্রদত্ত এক রিপোর্টে জানা যায়, নড়াইলের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে চলতি বছরের ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ২ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা, ১২২০ পিচ ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ। এ সময় মোট ১০৩ জন আসামিকেও গ্রেফতার করতে সক্ষম হয় তারা। এছাড়াও এ সময়ের মধ্যে মোট ১৬৩টি মামলাও দায়ের হয়েছে নড়াইলের সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানায়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের সাথে যারা জড়িত আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী মাদকের উপর আমাদের জিরো টলারেন্স অব্যাহত। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান ছাড়াও আমাদের অন্যান্য অভিযান অব্যহত থাকবে। নড়াইলবাসী যদি মাদকের ব্যপারে পুলিশকে সহযোগিতা করে তাহলে নড়াইলকে অচিরেই মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here