নড়াইলের পরিত্যক্ত জলাশয় পরিষ্কার করে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, পিপিএম

0
373

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আবারও একটি পরিত্যক্ত বদ্ধ জলাশয় পরিষ্কার করে তাতে মাছের পোনা অবমুক্ত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, সোমবার (২ জুলাই) সকাল ৯টায় পুলিশ সুপারের বাসভবন সংলগ্ন সার্কিট হাউজের সামনে সরকারি একটি পরিত্যক্ত বদ্ধ জলাশয় পরিষ্কার করে ১০ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন। নড়াইল পুলিশ লাইনে অবস্থিত জমিদারদের রেখে যাওয়া ঝিল পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর এবার এই জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে তিনি আবারও প্রমাণ করলেন তিনি সত্যিই একজন মৎস্যপ্রেমিক মানুষ। মৎস্য অবমুক্তকালীন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, ক্লিন নড়াইল, গ্রীন নড়াইল গড়তে গেলে জলাশয়গুলোর অবস্থাও উন্নত করা উচিৎ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউজের সামনের মতো গুরুত্বপূর্ণ জায়গার বদ্ধ জলাশয়টি পরিত্যক্ত থাকায় ওই জায়গা পরিষ্কার করে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে করে নড়াইলবাসীর মাছের ঘাটতিও খানিকটা পূরণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here