নড়াইলে সংখ্যালঘু শিশু ধর্ষণের ঘটনায় ৬৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

0
438

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ৬৫ বছর বয়সী বৃদ্ধ কর্তৃক ৬ বছরের এক সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু ধর্ষিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল সদর উপজেলাধীন ধোপাখোলা গ্রামে। ওই ধর্ষকের নাম তুষার বিশ্বাস (৬৫)। সে ধোপাখোলা গ্রামের অনন্দ্রা বিশ্বাসের ছেলে। জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির বাড়ির পাশে ধর্ষক তুষারের বাড়ি। সেই সুবাদে শিশুটি তার বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতো। এরই ধারাবাহিকতায় ঘটনার সময়ে লম্পট তুষার শিশুটিতেক চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ সময় শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং তুষারকে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে শিশুটির মেডিকেল পরীক্ষা চলছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মেডিকেল রিপোর্টের পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here