এম শিমুল খান,গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে মো: সাগর মোল্লা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম নওখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সাগর ওই গ্রামের মো: আকরাম মোল্লার ছেলে।
মুকসুদপুর থানার এস আই মো: দেলোয়ার বলেন, পরিবারের লোকজনের সাথে মনোমালিন্যর জের ধরে সবার অজান্তে বাড়ির পাশে গাছের সাথে রশি পেঁচিয়ে মো: সাগর মোল্লা (২২) নামে ওই যুবক আত্মহত্যা চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর ৭১/ইঃ