খবর ৭১ঃসংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বাংলাদেশি যুবক আবদুল আহাদ সোহেল নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত আহাদ সোহেল (২৬) নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের ফরায়েজী বাড়ির সফি উল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ২০০৮ সালে আশিক একটি অ্যালুমিনিয়াম কোম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান সোহেল। রোববার আবুধাবীতে তার বাসা থেকে কর্মস্থল সারজা পিকুরাং নামক স্থানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন।
আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বর্তমানে তার লাশ সে দেশের পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।
খবর ৭১/ইঃ