যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিল কানাডা

0
360

খবর ৭১: কানাডার পণ্যের ওপর শুল্ক বসানোর প্রতিশোধ হিসেবে এবার মার্কিন পণ্যে শুল্ক বসিয়েছে কানাডা। মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কানাডার এ শুল্কারোপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি।
কানাডা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে উৎপাদিত গ্রীষ্মকালীন বিভিন্ন পণ্যের ওপর এ শুল্ক আরোপ করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ফ্লোরিডার কমলা লেবুর জুস ও ওহাইওর টমেটো কেচাপ।
এর আগে চলতি মাসে কানাডার অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা।
কানাডা সরকারের নেয়া এ সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ২৬৩ কোটি ডলার ক্ষতি হবে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার বিষয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলান্ড বলেন, আমাদের সামনে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া ছাড়া কোনো পথ নেই এবং আমরা সেটাই করছি।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here